যাকে আমি ভালবাসি সে কথা বলে ক্লীওপেট্রার মত করে।
আমি বলি, তুমি ক্লিওপেট্রার চেয়েও সুন্দর।
তার দুই হাতে মেহেন্দির রং শোভা পায়।সে রং শুধু বম্বের চোর বাজারে পাওয়া যায়।
সে একবার নিঃশ্বাস নিলে হাজার ফুল ফোটে।
সে যদি হাজার বার নিঃশ্বাস নিত তাহলে কি হত?
কবি রবীন্দ্র চন্দ্র অনেক কবিতা লিখেছেন। সবচেয়ে সুন্দর অনামিকা।
সে অনামিকাও আজ ফেল।
তার ঢাকাতে ৫০ কাঠা জায়গা আছে।তার একটিতে সে বাড়ী বানিয়ে থাকে।
আমি বলি, তুমি আরও একটি বড় বাড়ী বানিয়ে থাক।
তাকে একদিন তাজমহলে দেখেছিলাম।
সে তাজমহল আজ নেই।
বলি, তুমি থাকলে তাজমহল আরও সুন্দর হত।
নারগিস ফাকরি ডান হাত দিয়ে লেখেন।তাকে দেখলে বাম হাত দিয়ে লিখতেন।
আকাশ থেকে শুধু ফুল পড়ে।সবচেয়ে সুন্দর তমালিকা।
তাকে দেখলে সেটিও হার মেনে যায়।
আমি সাত দিন সাত রাত হেঁটেছিলাম।বেলী দেখে আমার মন জুড়িয়ে ছিল। তাকে দেখলে আমার মনে কোন ক্লান্তিই থাকতনা।