(১) ঐশ্বরিয়া রাই
এই পৃথিবীর উত্তরে কি?
বরফ।
দক্ষিণে কি?
বরফ।
এর মাঝখানে কি?
মানুষ।
সেই মানুষ কাকে ভালবাসে?
ঐশ্বরিয়াকে।
আমিও ঐশ্বরিয়াকে ভালবাসি; ঐশ্বরিয়া তুমি আমার হও।
(২) গভীর ভালবাসা
অ্যান্টনি ও ক্লিওপেট্রা একে অপরকে গভীরভাবে ভালবাসতেন।
অ্যান্টনি মারা গিয়েছিলেন ক্লিওপেট্রার জন্য, ক্লিওপেট্রা মারা গিয়েছিলেন অ্যান্টনির জন্য।
আমি মারা যাব তোমার জন্য ; তুমি আমাকে কি দেবে?
(৩) ভালবাসি
অনেক ভালবেসেছি, আরও ভালবাসব।
সবচেয়ে বেশি ভালবেসে বলব, এত ভাল কেউ বাসেনি।
সেই দিনটি কবে আসবে?