তুমি হাওয়া আমি আদম।আমরা একে অপরকে ভালবাসি।
আমরা একে অপরকে ছাড়া বাঁচিনা।
আমরা একে অপরকে এক মাইল দূর থেকে দেখলে কাছে এসে ফুল বিনিময় করি।
আমরা যুদ্ধের ময়দানে থাকলেও একে অপরকে ভুলিনা।
যুদ্ধের ময়দান ছেড়ে কখন কাছাকাছি আসব সে চিন্তায় বিভোর থাকি।
এমন জনম পেয়ে সত্যি আমরা ধন্য।
আমরা আবার যদি জন্ম নেই বিধিকে বলব,আবারো এমন জনম দিও।