তুমি আমি দু'জন মিলে
    আকাশ পানে চাবো,
না হয় দু'জন ঐ আকাশের
   তারাই হয়ে যাবো।

থাকবো মোরা দূর আকাশে
    ঐ তারাদের মতো,
বলবো তোমার পাশে বসে
   মনের কথা যতো।

হয়তো তুমি আমার বুকে
   রাখবে তোমার মাথা,
বলবে তোমার মধুর কন্ঠে
   মিষ্টি কিছু কথা।

এমনি ভাবে হৎাৎ করে
  উঠবে যখন চাঁদ,
দেখবে তুমি ভাঙবে তখন
  তোমার রুপের বাঁধ।

চাঁদের আলো তোমার উপর
  পড়বে যখন ঝরে,
তার আলোতে মুখটা তোমার
   দেখবো ভালো করে,
তোমার মুখে চাঁদের আলো
   খেলবে মজার খেলা।




   পি পি আলী আকবর ইসলাম হৃদয়
    আল সাদ আব্দুল্লাহ # আল জাহরা
  www.aliakborpretty@gmail.com
       ০৯-০১-২০১৮