আজ আছি কাল রবো না
করি কিসের অহংকার?
করোনা আজ করে দিলো
মোদের দর্প চুরমার।
কাল-কেয়ামতের কঠিন দিনের
কৈফিয়ত দিবি কি?
আমলনামার ব্যাগ-খানা
তুই সাথে আনছিস-নি?
কি করবি-কি বলবি?
কি দিবি জবাব?
কাজের অজুহাত দিয়ে তুই
সময় করেছিস বরবাদ।
করোনার মতো কঠিন বিমার
কেনো এলো ধরায়?
হিংসে বিদ্বেষ আর অহংকারের কলস
কানায় কানায় ভরায়।
খুন-খারাবি আর জোচ্চুরি
লুট-পাত আরও ধর্ষন;
পাপের সাজা দিচ্ছে আল্লাহ
করোনা করে বর্ষন!
নাদান মোরা পাপি মোরা
প্রভু শুনো মোদের প্রার্থনা,
ক্ষমা করো কল্যাণ করো
তুলে নাও করোনার আবর্জনা।