হারাতে চাই আমি সাগরের জলে
     কিভাবে তার বুকেতে এত বড় ঢেউ উঠে
তার বুকেতে ছোট বড় মাছ করছে বাস
   ঝিনুকের ভিতর আবার মুক্ত কিভাবে করে বাস।
হারাতে চাই আমি বন জঙ্গলের বুকে
     পাক-পাখালি সেখানেতে কিভাবে থাকে
বাঘ-ভালুকের সাথে আবার সিংহ করছে বাস
   সেখানেতে আবার দেখি হরিণ খাচ্ছে ঘাস।
হারাতে চাই আমি ফুলদের মাঝে
    কত ধরনের ফুল আছে এ দেশতে
মাটিতে আছে ফুল জলতেও আছে
    লাল-নীল-হলুদ-সাদা কত রঙ না ধারা।
হারাতে চাই আমি ফসলের ক্ষেত হয়ে
     এ ক্ষেতে দেখি আমি ফুলায় কৃষক ধান
আবার দেখি এক্ষেতে ফলায় মটর মুশরি শস্য
    পাটের আবার জন্ম দেখি ঐক্ষেতেরই বুকে।
হারাতে চাই আমি এই মাটির সাথে
  মাটির নিচে কিভাবে যে বাস করে পোকামাকড় সাপ
আবার দেখি তার বুকেতে জন্মায় কত গাছ
   তার বুকেতে করছে আবার কত কিছুই বসবাস।
তার বুকেতে আছে দেখি কত বড় নদী
  আবার কত উঁচু পাহাড়-পর্বত ভূমি।
হারাতে চাই আমি মানুষের মাঝে
তাদের মাঝে দেখি কত না ভেবো দান
দেখি আবার চেয়ে চেয়ে করে মারামারি
  মানুষ হয়ে মানুষ মরে একেমন কারবারি।


     পি পি আলী আকবর ইসলাম হৃদয়
           ০৫-০১-২০১৮