ধুয়ে ফেলেছি অশরীরী যত ভুল
   তোমার জন্যে কবিতা লিখব বলে,
দুহাতে জমানো কৃষ্ণচূড়া ফুল
    ভাসিয়ে দিলাম অলকানন্দার জলে।

নিত্য যেখানে স্বপ্নের আনাগোনা
  নিত্য যেখানে মেঘেরা করে গান,
আর যেখানে ব্যস্ত পাখির ডানা
  অমোঘ নিয়মে করেছে রৌদ্রস্নান।

ক্লান্ত সেই পাখিদের ভিড় থেকে
  একদিন জানি তোমাকেও নেব চিনে,
মোহনার কাছে পথ গিয়েছে বেঁকে
   আর্দ্র বাতাস আঙুলের আলপিনে।

সাগরের জল আসে আর ফিরে যায়
  আঙুলের ফাঁকে রেখে যায় বালুচর,
মেঘ লেগে থাকে তোমার দু'ডানায়
  চারপাশে শুধু পড়ে থাকে অবসর।

বালির বালিশে শুয়ে থাকি দুজনায়
   চোখ মেলে দেখি নিশ্চুপ তটভূমি,
নদী যেখানে মিশে গেছে মোহনায়
   বুকে মাথা রেখে ঘুমিয়ে পড় তুমি।

প্রতিদিন আসে পথ ভুল করা ঢেউ
   ছুঁয়ে চলে যায় নিয়মের বালিয়াড়ি,
যে কথাগুলো বলতে পারিনি কেউ
   বিলি করে দেয় স্মৃতির বাড়ি বাড়ি।

দিনের শেষে ফেরারী পাখির দল
  মুছে দিয়ে যায় অসমান বালুরেখা,
ভুল গুলো সব জমে থাকে অবিকল
   অববাহিকায় পড়ে থাকি আমি একা।




            পি পি আলী আকবর
         শাদ আব্দুল্লাহ, আল জাহারা