এখন আমরা ব্যস্ত শত
সবাই মিলে যুদ্ধরত
সমান তালে চলছে দেখো,
বিশ্বব্যাপী জীবাণু যুদ্ধ
বিশ্বযুদ্ধের সূচনা হলো।
মেধায় মেধায় খেলে যাবো
বুদ্ধির জোরে শ্রেষ্ঠ হবো
রায় হবে অন্তিমকালে,
বিবেক বুদ্ধি হারিয়ে যাবে
শক্তির জোরে টিকে থাকবো।
জীবন এখন সন্ধিক্ষণে
চতুর্থমাত্রার দাবানলে,
জ্বলছি সবাই অণুক্ষণে।
নতুন রূপে নতুন আঙ্গিকে
সবার সাথে সবাই এখন,
সন্মুখ সমরে মারমুখী
সামনা সামনি ভদ্রবেশী।
অন্তর্দহনে করোনারোগী
সমান তালে চলছে দেখো,
বুদ্ধিদীপ্ত যুদ্ধ খেলা
দেশে দেশে করোনার মেলা।
ঘরে বাইরে ব্যস্ত কত
নিত্য নতুন অস্ত্রে সজ্জিত
বিশ্ব আইনের ফোকর গলে,
ছল চাতুরীর বাহানা দলে
ভালোবাসা হারিয়ে যাবে।
মায়া দয়া উবে যাবে
চারিদিকে কড়াকড়ি
জীবাণু অস্ত্রের ছড়াছড়ি,
শতাব্দী ধরে চলবে শুধু
কর্পুরী প্রেমের গড়াগড়ি।