নেটওয়ার্ক বিহীন জীবন আমার
পথে ঘাটে ঘুরে ফিরি,
কোথায় গেলে পাবো গো আমি
সফলতার চূড়ান্ত সিঁড়ি।
জনসাধারণে কেউ মূল্য দেয়না
মিলছে সবার অবহেলা,
নিয়তি আমার বড্ড এলোমেলো
সাপ লুডু খেলে সারাবেলা।
অসহ্য কষ্টের ফেরিওয়ালা আমি
সময় কাটে শুধু যন্ত্রণায়,
স্বার্থপর পৃথিবীতে মানুষ স্বার্থপর
অন্ধকারে ঢোল বাজায়।
সহযোগিতার কিছু হাত চেয়েছিলাম
লাঠি ভর করে দাঁড়াতে,
আমার বিশ্বস্ততার সুনাম ছড়ায় যখন
ফন্দি পাতে আমায় সরাতে।
অপরের ভালো দেখিতে পারেনা যারা
নিজের ভালো দেখিবে কেমনে,
সফলতার চূড়ান্ত সিঁড়ি আসেনা কাছে
সাপ ছোবল দেয় ওদের শয়নে।
দশে মিলে করতে চায়না যারা কাজ
হতে চায় সবার মহারাজা,
সবার কাছে ভালোবাসা পায়না তারা
ঘৃণার চোখ তাদের জন্য তাজা।