রাত্রি শেষে ভোর হলো
  এই কি আজব খেলা বলো,
ঘুম ঘুম রাত শেষে
   সূর্য্যি মামা উঠলো হেসে।

ঘুমের দেশে স্বপ্ন এসে
   বললো কথা পরির বেসে,
ফুটলো আবার নতুন ফুল
   রাতের স্বপ্নই ছিল ভুল।

কিরণ দিচ্ছে ভোরের আলো
   দিনটা সবার কাটুক ভালো,
আধার আলো সকাল বিকাল
   এরই মাঝে রাঙ্গা সকাল।

একটা কথা জানাই শেষে
   স্বাগত এই সোনার দেশে,
শুরু হলো নতুন দিন
  জানাই এইবার শুভ সকাল।






          পি পি আলী আকবর
         আল তাইমা,আল জাহর
www.aliakborpretty@gmail.com
           ১৮♦০৭♦২০১৮