চলে যখন যাবো আমি
তোমাকে ছেড়ে
শেষ দেখা দেখতে তুমি
এসো আমারে।
দুহাত দিয়ে তুমি
একটু করিও আদর
স্মৃতি ব্যথা ভুলে তুমি
দিও প্রেমেরই কবর।
দুচোখ তোমার যেন
ভরেনা জলে
কি করে থাকবো একা
মাঁটিরও ঘরে।
ভুলে যাবে একদিন তুমি
পরবেনা মনে
নতুন করে সাঁঝিয়ে নিও
জীবন অন্যেরই সাথে।
পি পি আলী আকবর ইসলাম
১৬-০৩-২০১৮