সাড়ে তিন হাত মাটির ঘরে
থাকবে সবাই একই ভাবে,
তবুও সবাই বিলাশ ঘরের
কথাই শুধু ভাবে।
ধনী গরীব সবাই ভাইরে
থাকবে একই ভাবে,
তবুও তারা চায় বাঁচতে
ভেদেভেদ নিয়ে।
দুই পাশে মাটি ওরে
উপরেতেও মাটি,
সবাই সেথায় থাকবে ঘুমিয়ে
খুঁটে খাবে মাটি।
কবর থেকে,চল্লিস কদম দূরে
সবাই যখন যাবে চলে,
মুনকির নাকির ফেরেস্তারা
আসবে তখনই চলে।
দ্বীন-রব-রাসূল নিয়ে
করবে তিনটি প্রশ্ন,
উত্তর দিতে পারলেই সবাই
পেয়ে যাবে বেহেস্ত।
পাপ পূন্যের বিচার সবার
হবে ঠিক ঠাক,
পূন্যতে জান্নাত বাসী
পাপ করলে জাহান্নামী।
পি পি আলী আকবর ইসলাম
৩১-০৩-২০১৮