কাল কেয়ামতে চিনবে না নাকি
প্রিয়জন আছে যত,
বাঁচার চেষ্টা করবেন সবাই
নিজেই নিজের মত!
পাপ পূন্যের খতিয়ান খুলে
হিসাব সেদিন হবে,
'ইয়া নাফসি' শব্দ ধ্বনি সেথা
সবার মুখেই রবে।
করোনা ভাইরাস বুঝিয়ে দিলো
নমুনা যেনো তারই,
মায়া-মমতা স্নেহ-প্রীতি ভালোবাসা
সমূলে নিলো কাড়ি।
কোন সম্পর্কই যেনো বড় নয় হেথা
তুচ্ছ জীবনের চেয়ে,
হোকনা কেনো আপনার চেয়ে আপন
বাবা-মা স্ত্রী পুত্র মেয়ে।
হৃদয়ের টান মায়ার বন্ধন
থুনকো প্রমাণ হলো,
করোনা হয়েছে?চোখে না দেখিল
হাতে না তাহাকে ছুঁলো।
প্রিয়জনের লাশ মর্গে পড়ে আছে
নেবে না তাহার দেহ,
আহারে বেচারা শেষ বিদায়েও
দেখতে যায়নি কেহ!
মায়ের হয়েছে সে কথা শুনে
জঙ্গলে দিলো ফেলে,
সন্তানের হয়েছে একাই চলেছে
নয় বছরের ছেলে।
পলিথিনে মোড়ানো ভালোবাসা
বুকেতে জড়িয়ে ধরে,
বাবা যে আদর করলো মেয়েকে
হয়তো সে যাবে মরে।
পৃথিবীটা ঠিক পলিথিন মোড়ানো
ভালোবাসার মত,
জেনে শুনেও এই নশ্বর টাকেই
আপন করেছি কত!
হায়রে দুনিয়া সবি মায়া জাল
নিজের কিছুই নাই,
শুধুমাত্র তব আমল সম্বল
সেই সাথে যাবে ভাই।