বছর ঘুরে এসেছে ভাই কুরবানী
এই ঈদকে আযহা সবে কয় জানি,
ইব্রাহিমি স্মৃতি আদায় হয় তাতে
ইসমাঈল পুত্র তাঁর রয় সাথে!
মুসলমান জাতির পিতা হোন তিনি
ইব্রাহিম খলিল তাঁর নাম চিনি,
স্বপ্নযোগে পেলেন তিনি নির্দেশ
ইসমাঈল রবের রাহে- হবে শেষ।
পিতা-পুত্র ধৈর্য নিয়ে সারেন কাজ
বিশ্ব মাঝে পেলেন তাঁরা বিজয় তাজ,
দুম্বা নিয়ে এলেন ভবে জিবরাঈল
কুরবানীতে রক্ষা পেলো ইসমাঈল।
নিষ্ঠা নিয়ে করতে হবে কুরবানি
স্রষ্টাপাকে দেখেন শুধু মনখানি,
পাক-কালামে রয়েছে তাঁর সেই বাণী
আমরা সবে মুহাম্মদি-দ্বীন মানি।
কুরবানীতে থাকতে হবে প্রভুর ভয়
জিলহজ্বের দশম দিনে করতে হয়,
তিনটি ভাগে করতে হবে গোশত ভাগ
নিঃস্বদের মনের মাঝে দেবে না দাগ।
নিজের ঘরে রাখবে ভাই একটি ভাগ
আত্মীয়কে অংশ দিতে করো না রাগ,
দুস্থদের অংশ নিয়ে করো না ছল
এই তো হলো তিন ভাগের তিনটি দল।
হিংসা-ঘৃণা-আমিত্বকে করো শেষ
পশুর গলা কাটো তবেই হবে বেশ;
মনের পশু ধ্বংস করা কুরবানি
আমরা সবে ইসলামকে দ্বীন মানি।