দল ক্ষমতার বড়াই দিয়ে
সোনার বাংলায় বসবাস,
ত্রারেনের চাল চুরি করে
গরীবের করছিস সর্বনাশ।
দল ক্ষমতায় আসার জন্য
নানান রকম স্লোগান,
ক্ষমতায় এসে করিস চুরি
করোনা দূর্যোগের ত্রান।
এই গরিবের চাল চুরি করে
হতে পারবি না প্রতিষ্ঠা,
আল্লাহর গজব এসে গেছে
ওরে জানোয়ার পাপিষ্ঠা।
ও নির্লজ্জ বেহায়া তোরা
শোষণ জাতির বংশধর;
করিস চাল চুরি বুঝিস না
ক্ষুধার্তের হা হা কার।
লকডাউনে কর্ম নাই আজ
গরীবের পেঠ খালি,
এ দেশে আমরা নেতা নামে
চাল চোর পালি।
জাতি তোদের নেতা বলে
এটাই জাতির ঘোর,
তোরা এই দেশের কলঙ্ক
তোরা চাল চোর।