পল্লীবন্ধু এরশাদ ভাই
    আজ নাইরে দুনিয়ায়,
সোনার বাংলায় হাজারও
    মানুষ বড় অসহায়।

চলে গিয়েছিলেন এরশাদ সাহেব
    আপন ঠিকানায়,
কি হবে আজ অসহায় লোক
    ভেবে নাহি পায়।

প্রকাশ করে কাদেঁনী মানুষ
    অন্তর পুড়ে চাই,
গরিবের বন্ধু সোনার বাংলায়
    আর হবেনা তাই!

পল্লীবন্ধুর দেওয়া স্মৃতি
    ভুলবেনারে ভাই;
মনে রেখ বাজারে আর
    দশ টাকার চাল নাই।

আপন দেশে চলে গিয়েছেন
    তুমি হে প্রিয় নেতা,
অসহায় লোক বিপদে পড়লে
    কে বুঝিবে ব্যাথা।

দুনিয়া ছেড়ে চলে গেলেন
    হবে না আর দেখা,
পল্লীবন্ধু এরশাদ সাহেব
    হৃদয়ে মোর গাথাঁ।

শুক্রবার দিন ছুটি যিনি
    করেছিলেন ঘোষণা,
পল্লীবন্ধু এরশাদ সাহেব
    সকলেরেই জানা।

সোনার বাংলায় ইসলাম রাষ্ট্র
    করেছিলেন ঘোষণা,
সারা জীবন মুসলিম জানবে
    এরশাদ তোমায় ভুলবেনা।

জাতীয় পার্টির সকলের কাছে
    আকুল আবেদন,
আলী আকবর কবির
    সালাম আদাব করিবেন গ্রহণ।