ত্রাণের চাউল পানিতে ভাসে
কত মানুষ আছে অনাহারে,
চুরির চাউল মানের ভয়ে
ফেলেছে চুড়ায় ডুবা জলে।
খাল-বিল ডুবা-নালায়
মুখের আহার ভাসে,
পেটের ক্ষুধায় কত পরিবারে
অবুঝ শিশু কাঁদে!
গ্রামগঞ্জের পাড়া মহল্লায়
কত নেতার বাড়ি,
তাদের কাছে পাঠায় সরকার
ত্রাণ সামগ্রীর গাড়ি।
নেতা করবে বন্টন সেটা
গরীব দুঃখীর মাঝে,
তা-না করে নেতার ছেলে
খাচ্ছে লুটেপুটে।
চুরির চাউল হয়নি হজম
ধরা পরার ভয়ে,
নদীর জলে ফেলেছে নেতা
রাতের অন্ধকারে।
মুখের খাবার পানিতে ফেলে
নেতা বাঁচালেন মান,
ক্ষুধার জ্বালায় কত গরীবের
যাচ্ছে এখন প্রাণ।