জুম্মাবারে যোহর পড়ুন
    পি পি আলী আকবর
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
জুম্মাবারে মসজিদ বাদে
    নামাজ পড়বে যাঁরা,
প্রতিদিনের মতো ঘরে
    যোহর পড়ুন তাঁরা।

আলেম সমাজ একমত আজ
    ফতোয়াটি মানুন,
অতি সহজ দ্বীন ইসলামের
    পুরো নিয়ম কানুন।

মুসলমানের দিল তামান্না
    মসজিদেতে ছুটা,
সেজদা দিতে আল্লাহকে
    কুদরতি পায় লুটা।

সর্ব দ্রষ্টা প্রিয় বান্দার
    দিলের খবর রাখেন,
এই সময়ে এবাদত আর
    সুরক্ষিত থাকেন।

আপদ কালে ঘরে থেকে
    আমল করুন সবে,
দু'আ করুন দিলটা খুলে
    রহম করবে রবে।