রমজানের রোজার ঐ খুশির ঈদ
    এসে গেলো তা হাসি হাসি,
তাই গেছে চলে কচি কাঁচার নীদ
   কাটে না সময় বসি বসি।

ঘরে ঘরে সবার হৈ হৈ রৈ রৈ কান্ড
    শুধু কেনা কাটার রব,
দোকান পাটে এমন ভিড় প্রচন্ড
    যেন আজই কিনে সব।

কে হিন্দু কে বা বৌদ্ধ আর খৃষ্টান
     নেই আজ কোন ভেদাভেদ মনে,
আমরা সবে এক মানব জাতি
    এই হোক চিন্তন সবার মনে।

কে ধনী আর কে নিঃস্ব গরীব
    সবাই যে আমরা এক অভিন্ন,
বিলাবো দরিদ্রে শুধু হাসি সুখ
    অভাবের তাড়নায় যারা ক্ষন্ন।

আসবে রিপন, প্রীতি  আসবে রুবেল, শাহানাজ
     কে বলে তাদের তবে কেউ নেই,
রস ও মিষ্টি খাবো মজা করবো
    আমরা যে সকলেই বোন-ভাই।

খুশিতে আজ কাঁটাবো সারা বেলা
    খেলাধুলা আর কত রঙরসে,
আল্লাহর কাছে এ প্রার্থনা রবে
     জনম কাটে এমনি ভালোবেসে।

মোনাজাত আমাদের এই হোক
     এমনই রব সদা হাসিখুশি,
কাঁধে কাঁধ মিলিয়ে এক সাথে
    চলবো মোরা সবাই বিশ্ববাসী।

ঈদ মোবারক, ঈদ মোবারক







    

       পি পি আলী আকবর
     আল জাহরা, আল জাহরা
  www.aliakborpretty@gmail.com
      ১৫/০৬/২০১৮