নেই যে নদী নেই যে সাগর
নেইতো কোন কূপ,
অাকাশ পানে বৃষ্টির বাড়ি
ভাবলে মন হয় চুপ।
এতো জলের আবাসনটা
শূন্যের পরে ভাসে,
যখন তখন ঝরে বৃষ্টি
কাজ করে যে চাষে।
এক প্রভু তাঁর নিয়ন্ত্রণে
বর্ষণের দূত আছে,
কতো ফোঁটা বৃষ্টি ঝরে
হিসাব রয় তার কাছে!
ক্ষণে ক্ষণে শিলাবৃষ্টি
ঝরে ধরার বুকে,
কুমারীরা দলবেঁধে খুব
কুড়ায় মনের সুখে।
সাদা কালো রং বদলিয়ে
উচ্চ স্বরে কাশে,
লাখো মাইল বেধ করে তা
ধরার বুকে আসে।
মেঘ বরফের মিলন ঘর্ষণ
হয় তাই অতি গর্জন,
আনমনেতে ভাবনা জাগে
মন চায় তাঁর দর্শন।
ঘর্ষণে হয় অগ্নির সৃষ্টি
অবাক কাণ্ড ভাই,
মনে বড় কৌতূহল হয়
আল্লাহ বলো তাই!
মেঘ গগনের সখ্যতা রয়
চাঁদ সূর্যেরই সনে,
ভেসে তাদের ঢাকে পর্দায়
ভাবে কবি ক্ষণে।