হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ লাইলাতুলকদর
তাইতো সারা বিশ্বের মুসলিম করছে এর আদর,
কুরআন আসে এই রাতে মানব জাতির কাছে
হেদায়াত এ মুক্তির দিশা যেই কুরআনে আছে।
নেমে আসেন আল্লাহ তায়ালা বান্দাহদের মাঝ
যার যা চাওয়ার আছে চেয়ে নাও আজ,
অলসতায় ঘুমাইওনা যত আছ পাপি
ডাকতে থাকেন আল্লাহ তায়ালা সারা রাত ব্যাপী।
কে করেছে পাপ পাবে আজি মাফ
কে আছো অসুস্থ হবে তুমি সুস্থ্য,
কে আছো ঋণী হবে তুমি ধনী
কে করেছো পুণ্য হবে তুমি ধন্য।
রহমতেরই ফেরেশতারা নেমে আসেন ধরায়
সৃষ্টিকর্তার করুণা সারা রাত ঝরায়,
লাইলাতুলকদর আসে রমজান মাসে
পূণময় এই রাত প্রতি বছর আসে।
এই রাতের ফজিলত থেকে যাবে না কেউ বাদ
যদি কেউ ইবাদত করে,
শেষ দশকের বিজোড়েরই রাতে
নামাজ পড়বো যিকির করবো সারা রাত জেগে
এই দুনিয়ার খেল তামাশা সবই দেবো রেখে।
পি পি আলী আকবর
আল তাইমা, আল জাহরা
www.aliakborpretty@gmail.com
০৮♦০৬♦২০১৮