অপমৃত্যুর শোক
পি পি আলী আকবর
শোক মাসের শুরুতেই
রক্তঝরা আগস্ট,
সমাহিত শত মানুষ
৯ দফা লস্ট এত সহজ?
লাইসেন্সবিহীন গাড়ি চালিয়ে
লুফে নিয়েছে প্রাণ,
বিচার চাইতেই পাল্টা ধাওয়া
এই হলো দেশের মান!
সোনার বাংলা ধূলোময় আজ,
কোথায় শিষ্টাচার?
কোথায় ন্যায় বিচার?
শিক্ষার্থীর সাথে আহত?
আর ঘৃণ্য হাসির সাথে নিহত।
নৌ মন্ত্রীর অবজ্ঞা হাসি
অশুরের মাঝে বিবৃত,
প্রতিবাদী ছাত্ররা
তোমাদের স্বাগত।
কচি সোনার রক্তে যখন
পিচ ঢালা পথ ভাসে,
বেহায়া ওই মন্ত্রী তখন
দাঁত কেলিয়ে হাসে।
দেখছি পথে কিছু প্রাণীর
গায়ে পুলিশী জ্যাকেট,
দিন দুপুরে খাচ্ছে হারাম
ভরছে নিজের পকেট।
কচিকাঁচা সন্তানেরা
বিদ্রোহী ক্যান আজ?
তাদের মুখে খারাপ বুলি
হায়ে বীরের সাজ?
পিতা তোমার যাবার মাসে
এ কোন হলি খেলা?
দেখছ না কি উপর থেকে
রক্তে ভাসে ভেলা?
টাকা দিয়ে হায়নারা সব
যাচ্ছে হয়ে পাড়,
তাদের চাকায় খাচ্ছে শুধু
আমজনতা মার।
আজকে সবার ন্যায্য দাবী
চাই নিরাপদ সড়ক,
সরক যেন না হয় কারো
জীবন নাশের মড়ক।
সব মিছিলে একই শ্লোগান
খুনির বিচার চায়,
অপমৃত্যুর শোকে যেন
না কাঁদে আর মায়।
পি পি আলী আকবর
আল তাইমা ♣ আল জাহরা
www.aliakborpretty@gmail.com
০৫-০৮-২০১৮