মসজিদেতে দেয়রে আযান
শুনতে কি পাও মানব প্রাণ,
দুঃখে পাবে সাত্বনা তুমি
বক্ষে পাবে বল
ওরে চল নামাজ পড়তে চল।
ময়লা মাটি লাগানো যা
তোমার দেহ মনের মাঝে,
দূরে হয়ে সব চলে যাবে
দাঁড়ালে তুমি নামাজে।
দুনিয়াতে করো তুমি
আখিরাতের ফসল,
আখিরাতে গেলে তুমি
পাবে সেই ফসলের ফল।
শত কাজের বাহানাতে
নামাজ করি কাজা,
নামাজ খাজনার হিসাব নিবে
দ্বীন দুনিয়ার রাজা।
শয়তানের ধোঁকায় পড়ে
হোইয়োনা অলস দল,
কার জন্য মোরা এত খাঁটি
কেউ হবে না সঙ্গের সাথী।
বেনামাজির আধার ঘরে
কেউ জ্বালাবে না বাতি
আযানের মধুর সুর
আসলো মোদের কানে
চল নামাজতে চল।
মাবুদের তরে শির লুটাবো
আমরা আপন মনে,
করবো না কোন ছল
সেজদায় পড়ে মাবুদের তরে।
মোদের শূন করতে পূর্ণ
ভাসাবো চোখের জল
নামাজেতে করবো না কোনো ছল
ওরে চল নামাজেতে চল।
পি পি আলী আকবর
আল সাদ আব্দুল্লাহ, আল জাহরা
www.aliakborpretty@gmail.com
০৭♣০৭♣২০১৮