দিন শুরুতে পড়ো বন্ধু
ফজরের নামাজ,
সঠিক মত হবে তোমার
সারা দিনের কাজ।
সকাল বেলা কুরআন-হাদীস
নিয়মিত পড়ো,
কুরআন হাদীস জেনে তুমি
সোনার জীবন গড়ো।
দুপুর বেলা পড়ো তুমি
যোহরের নামাজ,
সুন্দর হবে এই পৃথিবী
সুন্দর হবে সমাজ।
আল্লাহর পথে চলতে তুমি
করোনা গো হেলা,
সকাল বেলার ধনী তুমি
ফকির সন্ধ্যা বেলা।
আছর হলে চলো তুমি
মসজিদের দিকে,
সবাই মিলে নামাজ পড়ো
থাকবে তুমি সুখে।
ফরজ কাজে বন্ধু তুমি
করোনা গো হেলা,
জীবন থেকে চলে যাচ্ছে
তোমার অনেক বেলা।
দিনের শেষে মাগরিব যখন
তোমার কাছে আসে,
তোমার উচিত নামাজ পড়ে
থাকতে তার পাশে।
দেখবে তুমি সারাদিনটা
কাটছে তোমার সুখে,
শান্তির বাণী নিয়ে ফেরেশ্তা
ঘুরছে তোমার পাশে।
এশার আযান শুনলে বন্ধু
পড়ো এশার নামাজ,
সারাদিনের কাজকে তুমি
করো একটু সাজ।
দেখবে তুমি নিজের হিসাব
নিজেই পেয়ে গেছো,
এখন তুমি ঘুমাও বন্ধু
আর লাগবেনা কিছু!