পোড়া কপাল হয়ে আমি
এসেছি এই ভুবণে,
একটু খানী সুখ লিখলো না
আল্লাহ আমার কপালে।
এই ভুবণে আমার মতো
পোড়া কপাল নাই,
সারা জীবন কষ্ট পেলাম
জানে শুধু হৃদয়।
কোন কলমে প্রভু তুমি
লিখেছিলে আমার ভাগ্য;
আমাকে করনী তুমি
সুখ পাবার যোগ্য!
সবার কাছে হয়ে গেলাম
আমি চোখের বালি,
আমার চোখে ঝরে শুধু
অঝর বেগে পানি।
পোড়া কপাল বলে আমায়
করে সবাই ঘৃণা,
কারো কাছে পেলাম না আমি
বিন্দু মাত্র ভালোবাসা।
আমার চোখে অঝর পানি
ডেকে আমায় বলে,
তুই যে হইলি অভাগিনী
সুখ নাই তোর জীবনে।
তোর মনে কখনো যে
আসবে নারে সুখ,
তুই যে হলি পোড়া কপাল
কেমনে পাবি সুখ?
চোখের পানির কথা শুনে
বলি আমি তাকে,
সবাই যদি সুখ করে
দু:খ করবে কে?
এক পৃথিবী কষ্ট আমার
বোঝেনারে কেউ,
আমার কষ্ট হয়ে গেলো
সাগর বিহীন ঢেউ!
আমার মনের ফুল বাঁগিচায়
ফুটি নাইকো ফুল,
এই পৃথিবীতে বেঁচে থাকা
আমার বড়ো ভুল।
আমি মরলে শান্তি পাবে
জানি কিছু লোকে,
এই পৃথিবী ছেড়ে গেলে
অনেক খুশি হবে।
কপাল পোড়া জেনেও যারা
আমায় করে হেলা,
তাঁদের আল্লাহ রেখো সুখে
সারাটি বেলা।
আমি না হয় পোড়া কপাল
বাঁচিবো কার আশায়?
এর চেয়ে প্রভু তুমি
আমার প্রাণটি কেড়ে নাও!
কি হবে আর বেঁচে বলো
আমি পোড়া কপাল,
আমার কষ্টের ভাগ নিবেনা কেউ
না হলে পরকাল।
তাইতো প্রভু ডেকে বলি
নাওনা কেড়ে আমার জীবন,
যতো জলদি পারো প্রভু
দাওনা পোড়া কপালের মরণ।