মোবাইল ফোন খুব প্রয়োজন
ডিজিটাল এই দিনে,
দূরের খবর আসে আর যায়
চিঠি-পত্র বিনে।
কম সময়ে খবর নেয়া
যায় যে সকল দেশে,
বন্ধু স্বজন কোথায় কেমন
জানায় ভালোবেসে।
ফোনটা ছাড়া যায় না চলা
এক মিনিটের তরে,
এটাই আবার জ্বালায় আগুন
শান্তি সুখের ঘরে।
উপকার তার কম নয় কভু
ক্ষতিটাও সেই সাথে,
বই রেখে সব ছাত্র ছাত্রী
চ্যাটিং করে রাতে।
প্রেম আলাপে ঘুম আসে না
একলা বিছানাতে,
গভীর রাতে ফোনের সাথে
নীল ছবিতে মাতে!
ফুল কুমারী কুলের বধূ
প্রেমের জালে ফেঁসে,
সুখের ঘরে আগুন জ্বেলে
ঘর হারা হয় শেষে।
মোবাইল ফোন অর্থ ব্যয়ের
ডিজিটাল এক যন্ত্র;
জালিয়াত আর মিথ্যা কথা
শেখার যাদু মন্ত্র।
ভালো মন্দ সব মিলিয়ে
আধুনিক এই ফোন,
জয় করেছে সবার হৃদয়
সব মানুষের মন।