মাগো তুমি আমায় ছেড়ে কোথায় গেলে চলে
  ফাঁকি দিয়ে পালিয়ে গেলে কিছু নাহি বলে,
আমায় ছেড়ে নিঠুর মাগো কেমন করে থাকো
  আমার কথা একটুও কি মনে পড়ে নাকো ?

সবাই বলে গেছ তুমি মরন পারের দেশে
  সেথায় গেলে আবার কেহ ফিরে নাহি আসে,
কিসের মায়া সে দেশে মা সে দেশটি কেমন?
  মা বলে কি ডাকে কেহ আমি ডাকতাম যেমন !

কিসের টানে আমায় ছেড়ে সেথায় তুমি গেলে ?
  দুষ্ট বলে আমায় কিগো গেছ তুমি ফেলে ?
মামার বাড়ী যেতে তুমি আমি যেতাম সাথে
  কৈ বারণ তুমি একটুওত করনিকো তাতে !

বাবার সাথে থাকবো বলে যদি ধরতেম আড়ি
  বলতে তুমি খোকন ছাড়া থাকতে কিগো পারি?
স্কুল থেকে আসতে যদি একটু দেরী হতো
  পথের পানে থাকতে চেয়ে ভাবতে বসে কত?

একটু যদি অসুখ হতো একটু সর্দি কাশি
  সারা রাতি কাটিয়ে দিতে আমার পাশে বসি,
আমায় ভুলে থাকতে তুমি পাওনা বুঝি ব্যাথা ?
  অনেক খোকন আমার মতন আছে বুঝি সেথা !

শত মায়েরে ফাকি দিয়ে যারা সে দেশে গেছে চলি
  তাদের তুমি কোলে তুলে নিলে নিজের খোকাকে ভুলি !
আমি কিন্ত ভুলিনি তোমারে একটি দিনেরও তরে
  তোমার ছবিটি সদাই আমার থেকে থেকে মনে পড়ে।

আকাশের ঐ নীল তারাটি সে বুঝি মা তুমি
তাইতো রাতে চুপিসারে এসে আমারে যাও চুমি,
মাঝে মাঝে ঘুমের ঘোরে তোমায় স্বপ্নে দেখি,
  জাগিয়া দেখি তুমি নাই পাশে সবই মিথ্যা ফাঁকি।




       পি পি আলী আকবর
   আল জাহরা $ আল জাহরা
www.aliakborpretty@gmail.com
       ১১-০১-২০১৮