যাকাত দেয়া আল্লাহর হুকুম
রয়েছে কুরআনে বর্ণনা,
যদি থাকে বছর ব্যাপী
সাড়ে সাত তোলা সোনা।
একশ টাকায় আড়াই টাকা
হিসাব করে হবে যথা,
দিতে হবে খোলা মনে
আল্লাহতালার খুশির সনে।
গরীব দুঃখীর হক্ব তাতে
আদায় কর হিসাব করে,
লোভের টানে কৃপণ হয়ে
কাফির হয়ে যেয়োনা মরে।
এই দুনিয়ার মায়ার জালে
গাড়ী বাড়ী আর নারীর টানে,
অবৈধ সম্পদের পাহাড় গড়ে
আল্লাহর বিধান যেয়োনা ভূলে।
কিয়ামতের কঠিন দিনে
সম্পদ তোমার সাপ হবে,
বিষাক্ত রুপে ছোবল দিবে
তেজী হয়ে আসবে তেড়ে।
থাকবে তোমার গলায় ঝুলে
বলবে তোমায় মজা করে,
আমি তোমার সেই সম্পদ
যাকে তুমি রাখতে আগলে।
পি পি আলী আকবর
আল শাদ আব্দুল্লাহ, আল জাহরা
www.aliakborpretty@gmail.com
১১♥০৬♥২০১৮