বিশ্বাস করুন আমার কোনো লজ্জা নেই
আমি উচু গলায় কথা বলতে পারি,
অট্রহাসিতে টলে পড়তে পারি।
ভিখারির থলে কেড়ে নিতে জানি
লজ্জার মাথা খেয়ে দামি স্যুট কোট পড়ি,
ক্ষমতার চেয়ার পেতে যাকে তাকে পায়ে ধরি।
টক-শোর আড্ডায় নীতি কথার ফুল ঝুরি
আমি কি এখন আর পাতি নেতার ধারধারি,
উপরের মহলে আমার আছে জানা শুনা
প্রয়োজনে খাওয়ায় তাদের বড় বড় মাছ ভুনা।
ডানে বামে আগে পিছে আছে মহারথিরা
নে-খা কত খাবি চোখ বুজে নীতিরা,
ডর ভয় করে কি লাভ দু'হাতে লুটে নে?
গোঁড়াতে মাল ঢেলে দিলে কি করবে তুফানে?
পোঁড়ামুখী গোমর ফাঁস করে কি পাবে?
মান সম্মান আমার কি কিছু ও কি যাবে?
বিখ্যাত বিশিষ্ট জনদের সাথে আমার সখ্যতা
বুঝলি না কাঙ্গাল বাঙ্গাল আমার যোগ্যতা।
জুতো মেরে গলায় না হয় জুতোর মালাই দিবি
ইজ্জতের কানাকড়ি তোরা কি করে নিবি?
জানিস তো আমার না কোনো লজ্জাই নেই
আমি নিতে জানি না শুধু লজ্জা দেই।