পবিত্র জুম্মাবার
    পি পি আলী আকবর
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
জুম্মার দিন করা ভালো
    এমন কিছু কাজ,
ছন্দের সঙ্গে বলছি আমি
    না পেয়েও লাজ।

জুম্মার দিন গোসল করা
    প্রয়োজনীয় জরুরি,
পায়ে হেঁটে মসজিদে যেনো
    যেতে দেড়ি না করি।

শরীরটাকে করবো আমরা
    সুন্দর ও সু-গন্ধিময়,
টুপি পাঞ্জাবি পোশাক পরে
    দিবো মুসলমান পরিচয়।

খুতবা শুনবো মন দিয়ে
    তন্দ্রা যাবো না কখনো,
খুতবার সময় কথা বলে
    পাপ করি না যেনো!

গরীবের হজ্বের দিন প্রতি
    সপ্তাহের শুক্রবার,
সর্ব সাধারণের ঈদের দিন
   আনন্দ বেশুমার।

কত মুসলমান হেলায় হারায়
    পেয়ে পূণ্যের সুযোগ,
যারা শুক্রবারে জুম্মা পড়েনা
    আছে তাদের দুর্ভোগ।

বছরে দুই দিন ঈদের নামাজ
    কেউ করে ফেল,
আসলে কি তারা মুসলমান
    হবে না কি আক্কেল।

সময় এখনো ফুরিয়ে যায়নি
    নিয়ত করুন পাকা,
কখনো নামাজ ছাড়বেন না
    ঘুরবে ভাগ্যের চাকা।