তোমার প্রেমে পড়েছি
       পি পি আলী আকবর ইসলাম হৃদয়

তোমার জন্য এই বুকে বেঁধেছি ছোট্ট একটি বাসা
  মনের মাঝে সারাক্ষণ শুধু তোমায় দেখার আশা,
তুমি যে শুধু আমারই হবে এইতো মোর প্রত্যাশা
  মোর সব অনুভবেই তুমি এইতো মোর ভালবাসা।

আমি তোমাকে শুধু ভাবি শয়নে স্বপনে জাগরণে
  তোমার ঐ মুখটি ভেসে উঠে এই মনে ক্ষণে ক্ষণে,
এজীবনে আমি কিছুই চাইনা শুধু তোমাকেই চাই
  ভালবেসেই যাব জানিনা তোমায় পাই কিনা পাই।

শুধু তোমার জন্য মন কাঁদে ওগো কাঁদে মোর প্রাণ
  শুধু তোমার জন্য মন করে ছটফট করে আনচান,
শুধু একটি অনুরোধ আমাকে কভু যেয়োনা ভুলে
শুধু মোরই জন্য তোমার মনের দুয়ার রেখো খুলে।

সারাক্ষণই আমি ঘুরে বেড়াই তোমার মনের প্রান্তে
তোমাকে ভাললেগে গেছে মোর মনেরই অজান্তে,
তোমায় ভালবেসে সত্যি আজ আমি যেগো মরেছি
মন প্রাণ সপে দিয়ে আমি তোমারই প্রেমে পড়েছি।




      পি পি আলী আকবর ইসলাম হৃদয়
            ১২-০১-২০১৮