আমরা আজকে কোথায় চলেছি
করোনা কারছে সবকিছু আজ,
তবে কি করনো মানবিকতাকে
কেড়ে হবে আজ নব অধিরাজ।
চূড়ান্ত আজ অমানবিকতা
রোগির তরেতে ঘৃণা বিদ্বেষ;
এমনতো যদি চলতে থাকে সে
করোনার ভয়ে সব হবে শেষ!
চিকিৎসার তরে অ্যামবুলেন্সও
যায়না পাওয়া চারিদিকে হায়,
ডাক্তার তুমি সেবিকা তুমিগো
আরও আরও বেশি সেবা করা চাই।
নিবেদিতা জানি প্লেগের সময়ে
মানব সেবায় নিবেদিত প্রাণ,
নিজের জীবন তুচ্ছ করেসে
জীবনের তরে গাইলেন গান।
রোগ ঘৃণা করো রোগিকে নয়তো
স্বাস্হ্য কর্মী বোঝ এটা ভাই,
তোমরাই পারো বাঁচাতে সবারে
মানুষের পাশে ছুটে আসা চাই।
জীবন বাঁচাতে জীবনেতে হাত
প্রতিজ্ঞাবদ্ধ হও সবে আজ,
সবার উপর মানুষ সত্য
মানুষের তরে করে যাও কাজ।