আল্লাহ তোমার হুকুম নীতি
   সদাই যেন পালন করি,
রহম কর আমার প্রতি
   এই সবুরে জীবন গড়ি।

বাকির আশায় নগদ ছাড়ি
   অচিন পথে জমাই পাড়ি,
কী আছে সেই অচিন পথে
    ভেবে কাটে দিবস শবর্রী।

শুনেছি সেথা অনেক সুখ
   নাহি বিষাদ ব্যাধি অসুখ,
যে যা চাবে তাই নাকি পাবে
   নাহি ছল কোনোই চাতুরী।

হুর পরীরা পেয়ালা ভরে
   এনে দেবে শরাব শিয়রে,
মোহের ঘোরে নয়ন জুড়ে
   ভাসবে প্রেমের খেয়া তরী।

ভুবনে গোনাহ মধ্যপান
    অবাধে নারীর সঙ্গদান,
তবে কী আর চলল পথ
    তোমার কথার ধারাধরি।

একদা হবে মহাপ্রলয়
   ইস্রাফিলের শিঙ্গার ভয়,
ধ্বংস হবে ভব আলয়
    বিষম কোনো ধোঁকায় পড়ি।

মরার পড়ে কবর দেশে
   ফেরেস্তাদের হিসেব শেষে,
যেতে হবে হাশরের মাঠে
    একত্রে সকল নরনারী।

মৃত কাওরে পুড়ানো হলে
   কিংবা দাফন নদীজলে,
তাদের হিসেব কেমনে নেবে
  দয়াল জাহান অধিকারী!

সেথায় হবে শেষ বিচার
   তুমিই সভার কর্ণধার,
নবীকুল উকিল মোক্তার
   সাক্ষী কলেবর সরাসরি।

আমি দয়াল অতি নিষ্কর্মা
   আমার গোনাহ করো ক্ষমা,
সহজ করে দিয়ে বিচার
   যেন পুলপার হতে পারি।




         পি পি আলী আকবর
      আল তাইমা, আল জাহেরা
  www.aliakborpretty@gmail.com
       ৩১ঃ০৫ঃ২০১৮