হে বৈশাখ আবার তুমি ফিরে এলে
অনেক সে প্রতীক্ষার পর,
পুরাতন বছরের স্মৃতিগুলো ফেলে
কি দেবে এবার মনোহর ?
বাসন্তী রঙের কত না শাড়ীর ভিড়ে
বাজছে কত কাঁচের চুড়ি,
কৃষ্ণচূড়া লালে চারিদিক শুধু লাল
সর্বত্র উল্লাসে গেছে ভরি।
নাচে গায় বাসন্তী রঙে পরীর দল
হাতে বসন্তের ফুল ঢালা,
ভুবন মাতানো সুরে নাচে ধরাতল
তোমার গলে পরাবে মালা।
সকলের মনে আজ যে দারুণ হর্ষ
শুভ হোক ভাবী বছর,
পৃথিবীর কোন প্রাণ না হোক বিমর্ষ
সুখী হতে গোনে প্রহর।
বাংলার গ্রামে গঞ্জে শহরে বন্দরে
হচ্ছে আজ বৈশাখী মেলা,
লাখো মানুষের ঢল শুধু চোখে পড়ে
নাচ গান কত শিল্প কলা।
মেলাতে মিলে কচিদের কত খেলনা
রঙিন তালের হাত পাখা,
গ্রাম বাংলার নানা মিষ্টান্ন কত না
হয় কোলাকুলি স্নেহ মাখা।
হে বৈশাখ দিয়ো না আজ ঝড়ের হাঁক
ঢেলে দাও সর্বত্র প্রেম তব,
মৃদু হাসিতে দুষ্টুমি মাখা দুটো আঁখ
তুমিই প্রিয় তুমি সর্বোত্তম।
পি পি আলী আকবর ইসলাম
১৪-০৪-২০১৮