মনুষ্যত্ব আজ হারায়ে কোথায়
গুম হয় মানুষ যথায় তথায়,
সোহাগীরা মরে থাকে পড়ে
ঝোপ ঝাড়ে জংলায়।
হাটবাজারে শোবার ঘরে
নিথর দেহ থাকছে পড়ে,
নারী ধর্ষণ শিশু ধর্ষণ
ঘটছে এসব যখন তখন!
ছাত্র মরে শিক্ষক মরে
শিক্ষাঙ্গনে বাড়ছে ত্রাস,
দুর্নীতির রাঘব বোয়াল
সমাজটাকে করছে গ্রাস।
বাবা মা'কে করছে বলি
ঐশীরা সব নেশার ঘোরে;
অনেকেই পার পেয়ে যায়
মামা চাচা টাকার জোরে।
মরলো কবে সাগর রুনি
ঘাসে ভরে তাদের কবর,
বিচার চেয়ে মেঘ আজও কাঁদে
কেউ নেয় না তাহার খবর।
রাষ্ট্রের সম্পদ করছে দখল
স্বনামে আর বেনামে,
কেউ ধরা খায় কেউ অধরা
থাকছে সুখে আরামে।
খুন-ছিনতাই নিত্য খবর
ইউএনওরাও খাচ্ছে মার,
দেশ যখন এগিয়ে যাচ্ছে
জাগছে নব্য রাজাকার।
সংবাদ কর্মী সমাজ কর্মী
কেউ কারো নয় সহমর্মী;
হরেক রকম রাজনীতিবিদ
ক্ষমতার দাপট দেখায়।
ক্ষমতার লোভ সবার মনে
নীতি কথা নেয় না কানে,
পুড়ছে মানুষ পুড়ছে গাড়ি
প্রতিহিংসার অগ্নিবাণে।
জঙ্গিদেরকে সঙ্গী করে
কেউ করে আবার দলবাজি,
নিত্য পণ্যের মূল্য বাড়ায়
করে কায়দা কারসাজি।
ঘুরিয়ে নিতে ভাগ্যের চাকা
নিচ্ছে লুটে ব্যাংকের টাকা,
মজুদদারের কারসাজিতে
হয় জনতার পকেট ফাঁকা।
ভোট ডাকাতি তুচ্ছ অতি
গণতন্ত্রের গলায় কাঁটা,
একের ভোট অপরে দেয়
ভোটের লাইনে পড়ছে ভাটা।
চাঁদাবাজি টেন্ডারবাজি
ঘুষ দিলে হয় কর্তা রাজি,
দুর্নীতিবাজ দেশ নেতা আজ
তারেই করি নম,
অপরাধের মাত্রা তাহার
যদিও পাহাড় সম।
টাকার জোরে পদপদবী
যোগ্য লোকের নাই কদর,
বিরুদ্ধ মত পোষণ করলেই
পুড়বে কপাল পুড়বে ঘর।
প্রতিদিনই খাচ্ছি কিনে
বিষ মিশানো হরেক ফল,
ময়লা কাঁদা গন্ধমাখা
সাপ্লাই করা ওয়াসার জল।
যেদিক তাকাই মাদক ছিনতাই
অপরাধের নাইকো শেষ;
লেখাপড়া শেষ করিয়া
বেকারত্বে ভরছে দেশ।
ভেজাল ওষুধ ভেজাল খাবার
নিচ্ছে কেড়ে কোমল প্রাণ,
নিজের সন্তান মারছে মাতা
যাচ্ছে কমে নারীর টান।
ভূমি দস্যু বন দস্যু
খাচ্ছে গিলে সারা দেশ,
খাল ভরিয়া বন কাটিয়া
ধ্বংস করছে পরিবেশ।
এসব দেখে মুখ খুলিলে
দেখানো হয় মামলার ভয়,
সাহস করে এগিয়ে গেলে
তার উপরে হামলা হয়।
মনুষ্যত্ব উঠলে জেগে
সব অপরাধের হবে শেষ,
জাগো সবাই কোনঠে বাহে
গড়বো প্রিয় বাংলাদেশ।