সোনার বাংলাদেশ
    পি পি আলী আকবর
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
সবুজ শ্যামল মাঠ বনানী
  ধান শালিকের খেলা,
ধুধু প্রান্তর নদীর তীরে
  শুকনো বালুকাবেলা।

মাঠে মাঠে সোনালী ফসল
  গোলা ভরা ধান,
প্রভাতে-বিকেলে নির্মল বায়ু
  জুড়ায় সবার প্রাণ।

ফুল ফোটে ফল ফলে
  পাখি গান গায়,
নদী নালা খাল বিল তার
  বুকে বয়ে যায়।

পদ্মা মেঘনা যমুনা আর
   ব্রক্ষপুত্রের এই দেশ,
ঋতু বদলের খেলায় সে
    ধরে নানান বেশ!

রুপে যে তার আগুন জ্বলে
  হয়না কভু শেষ,
বাঙালীর প্রিয় জন্মভূমি
   সোনার বাংলাদেশ।