স্বাধীনতার খোঁজ
   পি পি আলী আকবর ইসলাম হৃদয়

স্বাধীনতা তুমি আছো কি
   বাংলাদেশের মানুষের ভেতর
খুঁজি তোমায় পাই না আমি
   বাংলার আকাশে বাতাসে।
খুঁজি শুধু তোমায় হে স্বাধীনতা
   কোথায় তুমি হারিয়ে গেলে
খুঁজি তোমায় পাক-পাখালি গানের সুরে।
   খুঁজি ফুলে ফুলে গন্ধের মাঝে
খুঁজি আবার সেই রাখাল ছেলে
  বাঁশের বাঁশির করুণ সুরে,
ফিরে কি পাবো তোমায় হে স্বাধীনতা।
  খুঁজি তোমায় মায়ের ছেঁড়া আঁচলের মাঝে
খুজি আবার রাজনীতি ঐ খেলার ভিতর
  খুঁজি তোমায় কৃষকের ধানের ক্ষেতে
খুঁজি রাস্তার টোকাই ছেলের পরিচয়ে
     কোথাও নেই তুমি হে স্বাধীনতা।
খুঁজে পেতে চাই তোমায় সেই
       বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণে
খুজি আবার সেই কালুরঘাটের
     শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণায়।
সেখানেও তুমি নেই হে স্বাধীনতা ।
     খুঁজি আমি ২১শে ফেব্রুয়ারিতে
খুঁজি আবার ২৬শে মার্চে
     খুঁজি আবার ১৬ই ডিসেম্বরের মাঝে
পেয়েও আবার তোমাকে হারাই হে স্বাধীনতা।
    খুঁজি তোমায় প্রেমিকার ভালোবাসায়
খুঁজি আবার বন্ধুর বন্ধুত্বে মাঝে
     খুঁজি তোমায় নদীর কুলে কুলে
সেখানেও তুমি নাই হে স্বাধীনতা।
    আবার তোমাকে ফিরেতে চাই
এ বাংলাদেশের মানুষের বুকের মাঝে
    তুমি স্বাধীনতা হয়ে বেঁচে থাক।



         পি পি আলী আকবর ইসলাম হৃদয়
               ১৫-০১-২০১৮