মায়াপূরি ছেড়ে একদিন
যাবে অচীন পুরে,
সংগে যাবে পাপের বোঝা
ফেলবে আস্তাকুঁড়ে।
পাপ পুণ্যের বিচার হবে
অান্ধার আদালতে,
বিচারবিহীন পার পাবে কে
ঐ রাজাধিরাজ হতে!
টাকার গরম ধনের বড়াই
পেশিশক্তির জোর;
সর্বশক্তির বিনাশ হবে
ও মন বাহাদুর।
জবানবন্দি রেকর্ড হবে
দাঁড় করিয়ে কাঠগড়া,
হাকিম সাহেব নিজেই নিজে
শুরু করবে রায়পড়া।
বুক ফাটিয়ে যতই কাঁদো
পার পাবেনা কেউ,
তোমার উপর বয়ে যাবে
সাত সাগরের ঢেউ!
দোজগ খানার অগ্নি শিখায়
পুড়ে হবে ছারখার,
সময় থাকতে ডাক্ আল্লাহরে
বলি তোরে বারবার।