একটা তুমি পৃথিবী দাও
যেখানে আমি একা,
দুই পৃথিবীর মিলন স্থলে
একফালি চাঁদ বাঁকা,
আর দিও এক শান্ত নদী
কভু সেখানে হারাই যদি
স্মৃতির সাগরে,
একটি কোকিল পাঠিয়ে দিও
তীরের কিনারে।
গানে গানে উঠুক ভরে,
ভগ্ন বীণার ছিন্ন তারে
ভাসুক স্মৃতির ভেলা,
আর আমারে খেলিও না তুমি
মিথ্যা প্রেমের খেলা।
সবুজ ঘাসে যখন বসে
ভাববো তোমার কথা,
তোমার শরৎ ঝরিয়ে দেবে
একটি শুকনো পাতা ।
এই পৃথিবীতে ছিলেম যখন
আমার ছিলে তুমি,
নতুন পৃথিবীতে পাঠিয়ে দিও
ক্যাকটাস মরুভূমি ।
চলতে চলতে ফুরিয়ে পথ
করেছিলে কতো মিথ্যা শপত
মিথ্যারই হল জয়,
প্রেম যে আজ ভাঙ্গার খেলা
ভাবতেই ভয় হয়।
পি পি আলী আকবর
তাইমা,জাহারা
২৬-০৪-২০১৮