ভয়ে খোকা দেশ ছাড়িলো
কাঁদছে খোকার ভাই,
কিসের এত ভয়রে খোকা?
তাবিজ গলায় নাই!
তাবিজ পড়া হারাম বলে
খোকা প্রচার করে,
তাবিজ ওয়ালার ব্যবসা মন্দ
খোকার ভয়ে মরে।
আয় না খোকা মাঝারে যাই
ভয় করিতে দূর;
খোকা বলে হায়রে মাঝার
অন্ধকার এক গোর।
কেমনে আমায় আলো দেবে
অন্ধকার এই কবর,
আল কুরআনের আলোর পথে
ধরতে হবে সবর।
আউল বাউল ফকির কত
খোকার পিছু লাগে,
লুকিয়ে থাকা নাস্তিকেরা ও
হুক্কা হুয়া জাগে।
হিংসে করে পুড়ছে মরে
মোল্লা হুজুর কত;
খোকার পিছু লেলিয়ে দিলো
পাগলা কুকুর যত!
বয়স খোকার অল্প তবুও
সাহস অনেক বুকে,
ভয় তাড়ানোর মন্ত্র নিয়ে
আসবে দেশের বুকে।
গাইবে আবার নতুন করে
আল কুরআনের গান,
দ্বীন দরদী দেশের মানুষ
ধরবে সুরের তান।