এই সুযোগে দাম বাড়িয়ে
নিচ্ছো বেশি অর্থ,
জীবনটা ভাই চলে গেলে
সবটা হবে ব্যর্থ!
হবেটা কি অর্থ দিয়ে
এত কামাই করে,
করোনাতে ছেয়ে গেলে
বাঁচে কেউ কি ঘরে?
ন্যায্য মূল্যে বেঁচতে থাকো
কিনতে পারে তাতে,
তোমার সাথে আরো সবাই
ভালো থাকে যাতে।
প্রয়োজনের থেকে বেশি
কিনে করো জমা,
করোনা কি তোমায় শুধু
করবে এসে ক্ষমা?
যতোটুকুই লাগবে তোমার
ততোটুকুই কেনো,
সরকারি সব বাধা নিষেধ
সত্যি করে মেনো।
নিজের সাথে সবার কথাই
চিন্তা করো আগে,
বেঁচে থাকতে সমাজটাতে
সব মানুষকে লাগে।
ঘরের মধ্যে বদ্ধ থাকো
এতেই হবে ভালো,
করোনাকে দূরে রেখেই
মনে শক্তি জ্বালো।
নামাজ কালাম মসজিদতে
হবে তো যেতে,
ঘরের থেকেও চাইতে থাকো
প্রভুর দয়া পেতে।
বিষে-বিষ সাল সত্যি হচ্ছে
সবার থেকে কালো,
এমন দশার হাতটা থেকে
কবে দেখবো আলো?