স্রষ্টা মোদের করেছে সৃষ্টি
দিয়েছে একই বাস,
অযথা মোরা করি ভেদাভেদ
করি কত উপহাস।
মুসলিম হয়ে জন্মেছি কেউ
কেউ বা পৌত্তলিক,
করার ছিলোনা মোদের কিছু
করেছে তিনি যা ঠিক!
ফর্সা-মলিন বামন-উঁচু
হয়েছি কত যে জাত,
জন্মেছি মোরা এমন হয়েই
ছিলোনা তাতে কারো হাত।
ধনী হয়ে জন্মেছি কেউ
কেউ বা গরীব হয়ে,
ভাগ্য বিধাতা পাঠিয়েছে মোদের
এমনই বিভেদ করে।
করেছে মোদের এমনই সৃষ্টি
স্রষ্টা সবই জেনে,
ক্ষমতা দেয়নি আমাদের কোন
নিতে হবে তাই মেনে।
ভুল ছিলোনা এতে কারো
দোষ ছিলোনা কোনো,
সৃষ্টি এমন স্রষ্টারই সব
বৈচিত্রতা যেনো!