"ক" দিয়ে হয় আল্লাহর কোরআন
পড়ে মুমিন মুসলমান,
কোরআন পাকের আমলে হয়
মুমিনগণের তাজা ঈমান।
"ক" দিয়ে হয় গভীর কূপ
বেঈমান নাস্তিক চুপরে চুপ,
নাস্তিক তোদের নাই যে ঠাঁই
গভীর কূপে ডুবরে ডুব।
"রো" দিয়ে হয় সিয়াম রোজা
মুমিনেরা কভু করেনা কাজা,
নামাজ রোজার আমল দ্বারা
হয় যে তাদের ঈমান তাজা।
"রো" দিয়ে হয় রোগা-রোগী
বেঈমান নাস্তিক ভুক্তভোগী,
গজব আসে তাদের প্রতি
হয় যে তখন ভরাডুবি।
"না" দিয়ে হয় নামাজ সালাত
নামাজ পড়ে করে মোনাজাত,
চোখের পলকে মুমিন বান্দা
পার হবে যে পুলসিরাত।
"না" দিয়ে হয় নারাজ আল্লাহ
হয় যে তখন নাজিল গজব,
কাফের মুশরিক বিনাশ হয়
নিপাত হয় যে তাদের বৈভব।
করোনা রোগের অর্থ হলো
দুই ভাগে সে বিভক্ত,
মুমিনেরা পায় শান্তি তাতে
নাস্তিকেরা হয় রক্তাক্ত।