প্রথম পৃথিবীর আলো দেখিয়েছে যে মা
তারই সাথে চলার পথ শুরু,
মায়ের কথা বলবো কী আর বল?
মা'ই আমার প্রথম শিক্ষাগুরু!
তোমার চোখেই প্রথম দেখি আশা
নিজের প্রতি অনেক নতুন ভাষা,
তুমিই তো শেখাও আমায় বাঁচা
ছোট্ট মনের অনেক ভালোবাসা।
মায়ের কাছে পাচ্ছি অনেক আদর
রাজকুমারের গল্প বলার দিন,
তোমার সাথে লুকোচুরির খেলা
তুমি আমার দুষ্টু মিষ্টি ঋণ ৷
এখনো আমি তোমায় ভালোবাসি
তোমায় নিয়ে খুঁজছি নতুন খেলা,
দিয়েছিলাম তোমায় কিছু কথা
রাখতে চাইছি আজও বারেবার।
তোমায় দিতে চাইছি ভালোবাসা
দিচ্ছি কেবল কাঁটায় ভরা ফুল,
নিয়ো তুমি একটু ক্ষমা করে
আমার অনেক ছোট্ট ভুল।
সবশেষেতে আবার বলি আমি
বন্ধু তুমি আমার চিরসাথি,
তোমায় আমি বড্ড ভালোবাসি।
আমি কিন্তু তোমায় ভালোবাসি
চেষ্টা করি স্বপ্নপূরণের,
কিন্তু আমার দু'হাত বাঁধা আজ
স্বপ্নপূরণ সাতসমুদ্রপার।
তোমার আশীশ্ চাই যে বারেবার
মাথার ওপর রেখো তোমার হাত,
তোমার মাঝেই আমার তরী বাওয়া
উজান স্রোতে কেবল ভেসে যাওয়া।