মা কথাটি ছোট্ট অতি
মধুর কিন্তু ভাই,
মায়ের মত আপন মানুষ
এ ভূবনে নাই।
ছোট বেলায় করতো যত্ন
বড় হলেও তাই,
দুঃখ দিওনা মায়ের মনে
স্নেহ টুকু চাই।
বসুধাতে সবছে দামি
মা যে তাহার নাম,
বিশ্ব স্বামী রেখে দিলেন
পদতলের দাম।
গবাক্ষ খুলে ডাকতো যখন
খোকা বলে মা,
ঐ স্থানে থাকতে আমি
কবু পারি না।
মা যে আমার পূর্ণ রবি
আলো ভরা চাঁদ,
সুখের পাহাড় ভাঙ্গতে পারি
জীবন নদীর বাঁধ।
মা বলে ডাকি যখন
সন্তোষ পাই বুকে,
সুখের মদদ চাই আমি
ধরিত্রীর মুখে।
মায়ের নামটি ছোট হলে
সুবাস যেনো পাই,
মায়ের মত আপন মানুষ
এই জগতে নাই।