বাবা তোমায় মনে পড়ে
    সকাল-সন্ধ্যা বেলা,
তোমার কথা ভেবে আমার
      মন হয় উতলা।

আছো তুমি অনেক দূরে
    পাই না তোমার দেখা,
দূরে কেন চলে গেলে
      আমায় ফেলে একা।

একলা বসে আপন মনে
     যখন ভাবি তোমার কথা,
দু'চোখ থেকে অশ্রু ঝরে
       মনে লাগে ব্যথা।

তোমার কথা ভেবে ভেবে
     হয়েছি দিশে-হারা,
তোমার জন্য আমার এ মন 
      শুধু পাগল পারা।

চোখ বুঝিলে স্বপ্নে দেখি
     তোমার মিষ্টি মুখ,
মূহুর্তেই ভুলে যাই
     মনের গভীরের শত দুখ।

ভালোবাসার পরশ দিয়ে
     বুকে রেখো জড়িয়ে,
কখনো যেনো জীবন থেকে
     না যাই আমি হারিয়ে।


  
              পি পি আলী আকবর
       আল তাইমা # আল জাহরা,কুয়েত  
   www.aliakborprettyp143@gmail.com
              ০৬-০১-২০১৮