লাল সবুজের পতাকা উড়াই বড় সুখে
  বাংলাদেশে বাংলা বলি সবে মুখে মুখে
বই পড়ি,মুখে বলি,লিখি পাতায় পাতায়
  ঠাঁই পেয়েছে বাংলা হিমালয়ের মাথায়।

শুধু শুধু বলছিনা তার প্রমাণ আছে বেশ
   ভাষা আন্দোলনের কাহিনী জানে সব দেশ।
আগুন ঝরা ফাগুন এলো,তপ্ত হল বাউ
  ভাষা স্রোত এমন হল ভাসলো তাতে নাও।

রাষ্ট্রভাষা বাংলা চাই সবার দাবী এটা
   সে দাবীতে প্রাণ দিল জোয়ান জোয়ান বেটা।
রফিক,শফিক,সালাম,বরকত,জব্বর,সাফিউল
   ভাষার তরে শহীদ হয়ে রক্ষা করেছে কুল।

সালটি ছিল বায়ান্ন, রক্ত ঝরা ফেব্রুয়ারি
   তাজা খুনে জমাট বাঁধে, কাঁদে নারী-পুরুষ।
মায়ে কাঁদে,বউয়ে কাঁদে,হায় মাতম হায়!
   দেশ বাসীর আঁখি জল হইছে যবে শেষ

সুর মিলায় অবশেষে ভবের যত দেশ।
   জাতিসংঘ বাতি দিলো মাতৃভাষার পরে
একুশে ফেব্রুয়ারি পালিত হয় ঘরে ঘরে।
  ভুলিনি,ভুলবনা,ভুলবনা বায়ান্নের কথা

মাতৃভাষার সিঁড়ি বেয়েই এনেছি স্বাধীনতা।
   মুক্তিযুদ্ধ করেছে সবেই একাত্তর সালে
খুনে খুনে রঞ্জিত হইছে দেশ লালে লালে।
  কেউবা শহীদ,কেউবা গাজী,রণের পরে

ঠাঁই নিয়েছে তাতে দেশ হিমালয়ের পরে।
   ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবস মোরা পালি
নিশান উড়িয়ে ষোল ডিসেম্বর হাতে দেই তালি।
   শহীদ ভাইয়ের খোঁজব আজি মিলে সবাই

ফুলে ফুলে বরণ করে মাথায় দেব ঠাঁই।
   শহীদ মিনার,স্মৃতিসৌধ আছে দেশে মেলা
লাল সবুজের পতাকা উড়াই সারা বেলা।
   দোয়া করি প্রাণটা ভরে শহীদদের তরে
আশ্রয় যেন পায়গো তারা জান্নাতের পরে।



   পি পি আলী আকবর ইসলাম
       জাহারা-কুয়েত
       ২১-০২-২০১৮