বাংলাদেশে বাস করি ভাই
এই দেশেরই জাতি,
এ দেশেতে বাস করে যায়
কৃষক কুমার তাঁতী!
বাংলাদেশর সবুজ মাঠে
সোনার ফসল ফলে,
মাটির মানুষ মাটির দেশে
থাকে মায়ের কোলে।
পাখি ডাকে ফুল ফোটে
গাছের ডালে ডালে;
ডোলা ভরে ধান ভরে যায়
শরৎ ঋতুর কালে।
কত কবি কাব্য লেখে
দেশকে ভালোবেসে,
নৌকা চালায় গানের সুরে
যুবক মাঝি হেসে।
সোনার বাংলা গাইতে থাকে
কচিকাঁচা শিশুগন,
দেশ বাচাঁতে যুদ্ধ করে
দামাল সেনা আজীবন।
সাদা কালো মানুষ সবাই
আপন আপন কর্মে;
নিজের মতন প্রার্থনা করে
নিজ নিজ ধর্মে।
সবাই সবার আপন যেনো
আত্বীয়ের বাঁধন,
দেশ গাড়িতে সবাই মিলে
করছে কঠিন সাধন।