সুখের দিনের সঙ্গী অনেক
    দুঃখের দিনতো একলা,
আঁধারের আলো গোপনে কাঁদে
     হৃদয় হলেই মেঘলা।

স্বপ্নরা মনে আনমনা হয়
     সুর পাল্টায় মতের,
হাতছাড়া হাত ধরতে চেয়েছি
     দিক বদলায় পথের।

আড়াল করেছি কষ্ট বেদনা
     সামনে সাজিয়ে হাসি,
কাঁদলে পাষাণ হালকা লাগে
     তখন সুখেরা ফাঁসি।

পরাজিত প্রাণে স্পৃহারা মৃত
     তবুও বাঁচার দাবি,
বিস্মৃতি হবে ব্যাকুলতা বোধ
    আসবে আশার চাবি।

ভাবনার স্রোত চিরকাল চলে
    স্মৃতির সরণী ধরে,
বিচলিত বুক সময় পেরোলে
    জাগবে আবার মরে।

 মনের মানিক অমূল্য ছিল
     নরম বুকের গভীরে,
বিবাগী বিবেক স্বার্থের দেশে
    ডাকবে কে আজ আদরে।








          পি পি আলী আকবর
    আল তাইমা ♥ আল জাহরা
www.aliakborpretty@gmail.com