আমি চাই না হতে রোমিও
   যদি চাও তুমি ভালোবাসতে পার,
কথা দিলাম নিখাদ ভালোবাসা দিব
   তবু কখনো হব না রোমিও।

আমি নই সম্রাট শাহ জাহান
    চাই না হতে পারুলের দেবদাস,
শুধু চাই তোমাকে চাই ভালোবাসতে
    যদি তুমি ভালোবাসা দাও আমাকে।

ভালোবেসে পারবো না জীবন দিতে
    যতই ভালোবাসা দিতে চাও আমাকে,
কোন দিন পারবো না ভুলিতে তোমারে
   যতই কষ্ট তুমি দাও আমারে।

তোমায় করবো বলে অর্ধাঙ্গিনী
   এই আশাতেই তোমারে ভালোবাসি,
তুমি নও আমার রজকিনী
   নও চন্ডিদাসের পাগল প্রেমী।

এই পৃথিবীতে যত দিন বাঁচি
   আমি যেন তোমায় ভালোবাসতে পারি,
মনে বড় আশা আছে শত কথা
    যা আজো তোমায় হয়নি বলা।

যত কিছু করি যেখানেই যাই
   মনে রাখবে শুধু তোমাকেই চাই,
তবুও পারবো না জানটারে দিতে
    বেঁচে থেকে চাই ভালোবাসা দিতে।








        পি পি আলী আকবর
    আল তাইমা, আল জাহরা
www.aliakborpretty@gmail.com
      ২৪♥০৬♥২০১৮